
গান : ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়
- শিল্পী : আজাদ রহমান
- গীতিকার : আজাদ রহমান
- ধরণ : ছায়াছবি
- অ্যালবাম : দস্যু বনহুর
- সুরকার : ফজল-এ-খোদা
- প্রথম প্রকাশ : 1974
ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়
বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।
বহুরূপী সেজে কেউ জিতে নেয় বাজি
কেউ তবু বোঝে নারে সেই কারসাজি।
যখন খেলা খতম পয়সা হজম।।
কি হবে তখন করে শুধু হায় হায়
ল্যাজ দেখে বিড়ালকে যায় চেনা যায়
ডাক শোনে কোকিলকে যায় চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।
চক্করে পড়ে কেউ খায় ঘুরপাক
কেউ হাসে কেউ কাঁদে কেউ নির্বাক।।
বোকার হদ্দ লোকে কপাল ঠোকে।।
বুদ্ধিমানেই শত রঙ বদলায়
কালো দেখেই আলোকে যায় চেনা যায়
ফুল দেখে ফাগুনকে যায় চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...