
গান : মিথ্যে নয়
- শিল্পী : হাবিব ওয়াহিদ
- গীতিকার : হাবিব ওয়াহিদ
- ধরণ : আধুনিক
- অ্যালবাম : পাওয়া যায়নি
- সুরকার : শফিক তুহিন
- প্রথম প্রকাশ : 2017
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...