
গান : তুমি যে আমার, ওগো তুমি যে আমার
- শিল্পী : গীতা দত্ত
- গীতিকার : হেমন্ত মুখোপাধ্যায়
- ধরণ : ছায়াছবি
- অ্যালবাম : হারানো সুর
- সুরকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- প্রথম প্রকাশ : পাওয়া যায়নি
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি।।
সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে।।
জীবন মরুর মাঝে, এসোগো বধুর সাজে।।
সেই তো আমারই জীবনে, তোমারই অভিসার।
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...