
গান : আমি তোমার গানের পাখি
- শিল্পী : সাবিনা ইয়াসমিন
- গীতিকার : সত্য সাহা
- ধরণ : ছায়াছবি
- অ্যালবাম : অলংকার
- সুরকার : পাওয়া যায়নি
- প্রথম প্রকাশ : পাওয়া যায়নি
আমি তোমার গানের পাখি
আমি তোমার প্রানের পাখি
এই তো আমার সুখ আমি যে তোমার আমি
শুধু যে তোমার আমি জানুক দেশের লোক।।
দুয়ার খুলে বাইরে এসে আকাশ চেয়ে দেখি
দিনের আলোর চেয়ে ভাল রাতের জোনাকী।
সোহাগের একটু আলো
সে আলো অনেক ভাল লাগে না দু’চোখ
জোনাকী তুমি আমার,
জোনাকী তুমি আমার জানুক দেশের লোক।।
রঙের চেয়ে রঙ্গিন বেশী ভালবাসার ছবি
তাঁরার মালা চাই না খোপায় পাই যদি করবী।
কুসুমের সুবাস আছে
সে সুবাস ছড়িয়ে কাছে ভরে রাখে বুক
করবী তুমি আমার,
করবী তুমি আমার জানুক দেশের লোক।।
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...