
গান : এ কেমন তোর ভালোবাসা
- শিল্পী : মাকসুদুল হক
- গীতিকার : পাওয়া যায়নি
- ধরণ : ব্যান্ড
এই কেমন তোর ভালোবাসা,
কেমনতর অভিনয়।
সপ্নভাঙ্গা জীবন আমার,
তুঁলির ঘরে সুখ সাঁজাই ।
দুখ সাগরে ভাসিয়ে তরী
একলা ভরা যমুনায়
সঙ্গী নাই সাথী।।
নাই হাওয়ার তরে ভেসে যাই
থমকে যাওয়া জীবন আমার,
জোয়ার ভাঁটায় সুখ খুঁজে।
বেথার ভিড়ে মন রাঙ্গিয়ে,
মিথ্যে সুধী জন সেজে।
দুখ সাগরে ভাসিয়ে তরী
একলা ভরা যমুনায়
সঙ্গী নাই সাথী।।
নাই হাওয়ার তরে ভেসে যাই
সৃতির মাঝে বেঁচে থাকা,
সময়গুলো ফিরে চাওয়া।
ফেলে আসা গল্প গাঁথা,
মনের ঘরে ছন্দ গড়া।
দুখ সাগরে ভাসিয়ে তরী
একলা ভরা যমুনায়
সঙ্গী নাই সাথী।।
নাই হাওয়ার তরে ভেসে যাই
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...