
গান : যদি চোখের দৃষ্টি দিয়ে চোখ বাধা যায়
- শিল্পী : শাহনাজ রহমতুল্লাহ
- গীতিকার : পাওয়া যায়নি
- ধরণ : আধুনিক
- অ্যালবাম : পাওয়া যায়নি
- সুরকার : পাওয়া যায়নি
- প্রথম প্রকাশ : পাওয়া যায়নি
যদি চোখের দৃষ্টি দিয়ে চোখ বাধা যায়
যদি মনের আঁচল দিয়ে মন বাধা যায়
তবে যারে এত দেখলাম, যারে এত ভাবলাম
সে কেন আমার হলো না।।
হলো অনেক স্বপ্নের আজ চন্দ্রাবলী
ফোঁটে অনেক গন্ধ নিয়ে ছোট্ট কলি।
তবু অনেক কথার ভীড় *** জমেছে
সে কথা শুনতে সে তো কাছে এলো না।।
কাঁকন দিয়ে যারে কত ডাকলাম
নূপুর দিয়ে গান শুনিয়ে গেলাম
গেল অনেক নগ্ন ধরে ছন্দহীনা
হলো অনেক নিঝুম রাত গানের বীণা।
তবু অনেক অদেখা ছবি যার তরে দিয়েছি
সে ছবি দেখতে সে তো কাছে এল না।।
আরো কিছু গান
আরো কিছু শিল্পী
আরো কিছু অ্যালবাম
আরো কিছু গীতিকার
আরো কিছু সুরকার
...